গাংনী প্রতিনিধি:৫৭ বোতল ফেনসিডিলসহ মহিবুল ইসলাম (৪০) নামের এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাত সাড়ে ৮টার দিকে হিন্দা গ্রামের মাঠের সড়ক থেকে গাংনী থানা ও হিন্দা যৌথ বাহিনীর এক অভিযানে তাকে গ্রেফতার করা হয়। সে মাদকব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ। মহিবুল ইসলাম গাংনী শহরের ভিটাপাড়ার মজিবর রহমানের ছেলে।
অভিযানের নেতৃত্বে ছিলেন গাংনী থানার এসআই ইকরামুল হক। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানা ও হিন্দা ক্যাম্প পুলিশ সদস্যরা হিন্দা মাঠের ব্রিজের কাছে অবস্থান করছিলেন। এসময় পলাশীপাড়া থেকে মোটরসাইকেলযোগে মহিবুল ইসলাম ও তার সঙ্গীয় এক ব্যক্তি গাংনীর দিকে আসছিলো। পুলিশের অবস্থান দেখে মোটরসাইকেল থেকে লাফিয়ে আরোহী ওই ব্যক্তি পালিয়ে যায়। মোটরসাইকেলে থাকা ৫৭ বোতল ফেনসিডিলসহ মহিবুলকে গ্রেফতার করা হয়। রাতেই তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় মামলা দায়ের করেছেন এসআই ইকরামুল হক। আজ তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে বলে জানান গাংনী থানার ডিউটি অফিসার এএসআই আমিনুল ইসলাম।