মোবাইলফোনে দাবি করা হচ্ছে মোটা অঙ্কের টাকা

 

দামুড়হুদার কার্পাসডাঙ্গায় চাদাবাজচক্রের অপতপরতা আবারো বেড়েছে

 

দর্শনা অফিস/ভ্রাম্যমা প্রতিনিধি: কিছুদিন চাঁদাবাজদের অপতৎপরতা কমলেও আবারো বেড়েছে নীরব চাঁদাবাজি। চাঁদাবাজদের দৌরাত্নেচরম আতঙ্কে দিন কাটছে ব্যবসায়ীদের। প্রাণের ভয়ে অনেকেই গোপনে চাঁদার টাকা পরিশোধ করলেও কেউ কেউ চাঁদার টাকা দিতে রাজি না হওয়ায় দিন কাটাচ্ছে চরম নিরাপত্তাহীনতায়। চাঁদাবাজচক্রকে গ্রেফতারের আবারো পুলিশি অভিযান শুরু হয়েছে। মাস দুয়েক আগে দামুড়হুদার কার্পাসডাঙ্গা ও আশপাশ এলাকায় প্রায় প্রতিদিন চাঁদাবাজি ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অব্যাহত চাঁদাবাজির ঘটনায় গোটা জেলা পুলিশ নড়েচড়ে বসতে শুরু করে।শুরু হয় দফায় দফায় অভিযান। এ অভিযানে পুলিশ চাঁদাবাজচক্রের কোনো হোতাকে গ্রেফতার করতে না পারলেও কমে যায় চাঁদাবাজির ঘটনা। ধারণা করা হয় পুলিশি আতঙ্কে চাঁদাবাজরা গা ঢাকা দিয়েছে। সপ্তা খানেক ধরে ফের শুরু হয়েছে চাদাবাজির ঘটনা। অজ্ঞাত স্থান থেকে মোবাইলফোনে নিজেকে বিভিন্ন গ্যাং গ্রূপের সদস্য পরিচয় দিয়ে দাবি করা হচ্ছে মোটা অঙ্কের টাকা। চাঁদার টাকা দিতে অস্বীকার করা হলেও চাঁদাবাজরা দিচ্ছে প্রাণনাশ ও বোমা বিস্ফোরণের হুমকি।

অভিযোগে জানা গেছে, গত কয়েকদিনের ব্যবধানে কার্পাসডাঙ্গা বাজারের সুবুলপুর হার্ডওয়ারের স্বত্বাধিকারী মাহবুবুর রহমান, হোসানীয়া সেনিটারি অ্যান্ড হার্ডওয়ারের স্বত্বাধিকারী শেরজান আলী ও মুচি বটতলার ভাংড়িব্যবসায়ী নবীন উদ্দিনসহ বেশ কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদাবাজরা মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করেছে। চাঁদাবাজদের ভয়ে অনেকেই এলাকা ছেড়েছে। আবার কেউ কেউ প্রাণ ভয়ে রাত কাটাচ্ছে নিরাপত্তাহীনতায়। এ ব্যাপারে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের সুদৃষ্টি কামনা করেছে এলাকাবাসী।