গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার দিগলকান্দি গুচ্ছগ্রামে প্রতিপক্ষের হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের আর্থিক সহযোগিতা দিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সেলিনা আখতার বানু। গতকাল রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে ২৫টি পরিবারে চার হাজার টাকা করে প্রদান করেন তিনি।
দিগলকান্দিগুচ্ছ গ্রাম প্রাথমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা এমপি সেলিনা আখতার বানু। সভাপতিত্ব করেন কচুইখালী গ্রাম আওয়ামী লীগ সভাপতি খোকন মিয়া। বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, জেলা আ.লীগের সহসভাপতি গোলাম সরওয়ার, গাংনী উপজেলা আ.লীগের সহসভাপতি আব্বাস আলী, উপজেলা কৃষকলীগের সভাপতি ফজলুল হক, ধানখোলা ইউনিয়ন আ.লীগ সভাপতি আলী আজগর, জেলা যুবলীগের সহসভাপতি সবুক্তগীন মাহমুদ পলাশ। উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা মাসুদ পারভেজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রেজা সেন্টু, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হাবীব ও ছাত্রলীগ নেতা মিঠুসহ নেতৃবৃন্দ। গাংনীর প্রথম সংসদ সদস্য প্রয়াত নুরুল হক ফাউন্ডেশনের তহবিল থেকে এ সহযোগিতা প্রদান করা হয়।
উল্লেখ্য, দিগলকান্দি গ্রামের মানুষ সম্প্রতি হামলা চালিয়ে গুচ্ছগ্রামে বসবাসকারী কচুইখালী গ্রামের লোকজনের বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে।