৪০ ভাগ ভোটের পরও কেন নির্বাচন বৈধ হবে না

 

স্টাফ রিপোর্টার: ৪০ভাগ ভোটার ভোট দেয়ার পর কেন নির্বাচন বৈধ হবে না?এমন প্রশ্ন রেখেপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা সরকার নিয়ে বৈধতার প্রশ্ন তুলছে, তারাই কি বৈধ?জিয়াউর রহমান সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় উত্তরণ করল। জিয়াউররহমান কারফিউ দিয়েছিলো। কোনো গণতন্ত্র দিয়েছিলো। কারফিউ গণতন্ত্র?তিনি যে দলগঠন করেছিলেন সেটাই তো অবৈধ। গতকালশনিবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রী তার জাপানসফর বিষয়ে গণভবনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের পর সাংবাদিকদেরবিভিন্ন বিষয়ে প্রশ্নের জবাবে এসব কথা বলেন।শেখ হাসিনা বলেন, জন্মযাদের অবৈধ তারা সব কিছুতেই অবৈধ দেখে। যারা সরকার নিয়ে বৈধতার প্রশ্নতুলছে, তারাই কি বৈধ?৪০ ভাগ ভোটার ভোট দেয়ার পর কেনো নির্বাচন বৈধ হবে না?এসময় তিনি বলেন, বরং আমরাই বিএনপিকে ফরমালিন দিয়ে বাঁচিয়ে রেখেছি।যুদ্ধাপরাধীসংগঠন হিসেবে জামায়াতের বিচার বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীবলেন, জামায়াত নিষিদ্ধের বিষয়ে উচ্চ আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে।মামলার রায়ের পর এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। সবাইকে ধৈর্য্য ধরতে হবে।