দর্শনা অফিস:এশিয়া মহাদেশের ২য় ও দেশের সর্ববৃহত্তম এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একমাত্র ভারী শিল্পপ্রতিষ্ঠান চুয়াডাঙ্গাসহ আশপাশ এলাকার মানুষের অন্যতম অর্থনৈতিক চালিকা শক্তি কেরুজ চিনিকল। ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত হয় এ মিলটি। প্রতিষ্ঠালগ্ন থেকে অফিস, কারখানা, ও বসবাসের জন্য যেকটি ভবন নির্মাণ করা হয়েছিলো তা এখন বয়সের ভারে নূয্য। ৭৫ বছর বয়সি জরার্জীণ ভবনগুলোয় চলছে উৎপাদন, অফিস ও বসবাস। কেরুজ চিনিকল থেকে সরকারের খাতায় ফিবছর শ শ কোটি টাকা জমা পড়ছে। দীর্ঘদিন থেকেই কেরুজ চিনিকলটি আধুনিকায়নের দাবি তোলা হলেও বারবার তা হয়েছে উপেক্ষিত। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরের আন্তরিক প্রচেষ্টায় সরকার কেরুজ চিনিকলকে বিএমআর করার উদ্যোগ নেয়া হয়েছে। সে লক্ষ্যে বরাদ্দ দেয়া হয়েছে ৪৬ কোটি ৫৭ লাখ টাকা। অর্থ বরাদ্দসহ প্রয়োজনীয় সকল কার্যক্রম প্রায় শেষের পথে।
কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আজিজুর রহমান জানিয়েছেন, আগামী ১৫ দিনের মধ্যে আধুনিকায়নের কাজ শুরু হতে পারে। ফলে ইতোমধ্যেই কেরুজ চিনিকলের পুরোনো যন্ত্রাংশ খুলে সরিয়ে নেয়া হচ্ছে। স্থানীয়ভাবে ঠিকাদারদের মাধ্যমে এ কার্যক্রম প্রায় শেষের পথে। বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে চিনি কারখানার আধুনিকায়নের কাজ করবে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টারি ঠিকাদার প্রতিষ্ঠান। মেশিন স্থাপনের স্থান নির্ধারণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও কেরুজ চিনিকল কর্তৃপক্ষের চুক্তিনামা সম্পন্নকরণের লক্ষ্যে বিএমটিএস’র ১ সদস্যের প্রতিনিধি কেরুজ চিনিকল পরিদর্শন করেছেন। গতকাল শনিবার দুপুর দুটোর দিকে বিএমটিএস’র প্রতিনিধি ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজ, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক (পরিকল্পনা) আমিনুল হক ও প্রকল্প পরিচালক শামসুল কবির, রেইন উইক’র ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম মিলের কর্মকর্তাদের সাথে কেরুজ চিনিকল পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে বিএমটিএস’র প্রতিনিধির সাথে কেরুজ চিনিকলের চুক্তিনামা সাক্ষরিত সম্পন্ন করা হয়েছে। কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান আরো জানান, বিএমটিএস কর্তৃপক্ষ কেরুজ চিনিকল আধুনিকায়নের কাজ শুরু করতে পারে আগামী ১৫ দিনের মধ্যে। যন্ত্রাংশ ক্রয় করা হবে ভারতের সাইসিডা কোম্পানি থেকে। চলতি বন্ধ মরসুমে কাজ শুরু করা হলে তা সম্পন্ন করা সম্ভব হবেনা। ফলে আগামী বন্ধ মরসুমে ফের আধুনিকায়নের কাজ সম্পন্ন করতে পারে। এ সময় আরো উপস্থিত ছিলেন কেরুজ চিনিকলের মহাব্যবস্থাপক (কারখানা) ইউসুফ আলী শিকদার, মহাব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল কাইয়ুম, মহাব্যবস্থাপক (কৃষি) মোস্তফা কামাল, কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স, যুবলীগ নেতা আব্দুল হান্নান ছোট, আজিজুর রহমান বাবু, দর্শনা প্রেসক্লাবের সভাপতি হানিফ মণ্ডল প্রমুখ।