দামুড়হুদায় জামায়াতকর্মী গ্রেফতার : জেলহাজতে প্রেরণ

 

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় নাসির উদ্দিন (৪০) নামের এক জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।গতবুধবার রাত সাড়ে ১২টার দিকে দামুড়হুদা মডেল থানার এসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশনাসিরকে আদালতে সোপর্দ করলে আদালতের বিজ্ঞ বিচারক তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। সে উপজেলার ফকিরপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।দামুড়হুদা মডেল থানার ওসি সিকদার মশিউর রহমান জানান, গ্রেফতারকৃত নাসিরউদ্দিন দর্শনায় পূজামণ্ডপ ভাঙচুর, সরকারি কাজে বাধাদান ও শিবিরকর্মী রফিকুল হত্যা মামলার ৩৭ নং এজাহারভুক্ত আসামি।