গাংনীর শুকুরকান্দি গ্রামে বোমা ফাটিয়ে গরুব্যবসায়ীর টাকা ছিনতাই

 

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার শুকুরকান্দি গ্রামের সড়কে বোমা ফাটিয়ে গরু ব্যবসায়ীদের এক লাখ টাকা লুটে নিয়েছে ছিনতাইকারীরা। গত বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীসূত্রে জানা গেছে, শুকুরকান্দি গ্রামের রঞ্জিত মাল্লিকের ছেলে মোহন মল্লিক ও পাঞ্চাব আলীর ছেলে রুহুল আমিন গরু বিক্রিশেষে আলমডাঙ্গা হাট থেকে শ্যালোইঞ্জিনচালিত ট্রলিযোগে বাড়ি ফিরছিলেন। শুক্রকুকান্দি-সিন্দুরকোটা গ্রামের মাঠের মধ্যে পৌঁছে কয়েকজন ছিনতাইকারী তাদের গতিরোধ করে মারধর করে। তাদের কাছে থাকা গরু বিক্রির এক লাখ টাকা ছিনিয়ে নেয়। এসময় একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে স্থান ত্যাগ করে ছিনতাইকারীরা। গতকালই মোহন বাদী হয়ে এক ছিনতাইকারীর নামসহ অজ্ঞাত আরো দুজনের নামে গাংনী থানায় একটি মামলা দায়ের করেছেন।