মিশরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী সিসি

General_Al_Sisi

মাথাভাঙ্গা মনিটর: মিশরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রত্যাশিত জয় পেয়েছেন সাবেক সেনাপ্রধান আব্দেল ফাত্তা আল সিসি। দেশটিরপ্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহামেদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পরএটিই প্রথম প্রেসিডেন্ট নির্বাচন।অস্ত্রের মুখে মুরসিকে ক্ষমতাচ্যুত করেনসিসি। গতকাল বৃহস্পতিবার দিনের শুরুতে প্রকাশিত বেসরকারি ফলাফলে তিনি ৯৩ দশমিক ৩শতাংশ ভোট পেয়েছেন বলে বিচার বিভাগীয় সূত্রে জানা গেছে।নির্বাচনে তারএকমাত্র প্রতিদ্বন্দ্বী বামপন্থী প্রার্থী হামদিন সাবাহি মাত্র ৩ শতাংশ ভোটপেয়েছেন। ৩ দশমিক ৭ শতাংশ ভোট বৈধ না হওয়ায় বাতিল করা হয়েছে।সমর্থকরাসিসি’কে এমন একজন নায়ক হিসেবে চিহ্নিত করেছিলেন যিনি মিশরের রাজনৈতিক ও অর্থনৈতিকস্থিতিশীলতা এনে দিতে পারবেন।কিন্তু নির্বাচনে জনগণ তেমন সাড়া না দেয়ায়নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে সিসি’র গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন দেখাদিয়েছে।

 

Leave a comment