স্টাফ রিপোর্টার: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গায় গতকাল বুধবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে কালো ব্যাজধারণ,কালো পতাকা মিছিল ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তন থেকে একটি কালোপতাকা মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এরপর জজ আদালতের পশ্চিম বটতলায় প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। এর আগে আইনজীবীরা কালোব্যাজ ধারণ করেন।
জেলা আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাড. আব্দুল ওহাব মল্লিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এম.এমশাহজাহান মুকুল, সাধারণ সম্পাদক সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম, ফোরামের নেতা সৈয়দ হেদায়েত হোসেন আসলাম ও মঈনুদ্দিন মঈনুল।
সমাবেশে বক্তারা নারায়ণগঞ্জের আইনজীবী চন্দন সরকারসহ সারাদেশ অব্যাহত খুন, গুম ও সুপ্রিম কোর্টে আইনজীবীদের সমাবেশ পণ্ড ও ১৮ জন আইনজীবীকে গ্রেফতারের প্রতিবাদ ও তাদের মুক্তি দাবি করেন।