নূর হোসেনের বাস থেকে গুলিসহ অস্ত্র উদ্ধার

 

 

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জেসাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের মালিকানাধীন একটি বাস থেকেগুলিসহ পিস্তল ও রিভলবার উদ্ধার করেছে পুলিশ। গতসোমবার রাত ১টার দিকে শিমরাইলটেকপাড়া এলাকায় পার্কিংয়ে রাখা নূর হোসেনের এবিস পরিবহনের বাসে অভিযানচালিয়ে এগুলো উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। গতকালমঙ্গলবার সকালে নূর হোসেন ওবাসের চালক মহিবুল্লাকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে একটিমামলা দায়ের করেছে পুলিশ।সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাত ১টার দিকে শিমরাইল টেকপাড়া এলাকায়পার্কিংয়ে রাখা নূর হোসেনের এবিস পরিবহন’র বাসে অভিযান চালানো হয়। একটিবাসের চালকের আসনের নিচ থেকে তিনটি রিভলবার, একটি পিস্তল ও সাত রাউন্ড গুলিউদ্ধার করা হয়।এবিস পরিবহন নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকেছেড়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড হয়ে চিটাগাং রোড পর্যন্ত চলাচল করতো।কাউন্সিলর নজরুল ইসলামসহ অপহৃত সাত জনের লাশ গত ৩০ এপ্রিল উদ্ধারের পর থেকেবাসগুলোর চলাচল বন্ধ রয়েছে।