স্টাফ রিপোর্টার:ফেনীরফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলায় এজাহারভুক্ত প্রধানআসামি মাহতাব উদ্দিন মিনারকে ঢাকা থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গতকালমঙ্গলবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান।মাহাতাব উদ্দিন ফেনী জেলা তাঁতী দলের আহ্বায়ক।গত২০ মে ফেনীর একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে প্রকাশ্যে ফুলগাজীউপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে গুলি করে ওপুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় তার সাথে থাকা সাবেক উপজেলাচেয়ারম্যান, স্থানীয় পত্রিকার সম্পাদক ও গাড়িচালকও দগ্ধ হন। এরপর এদিনদিনগত রাত ১টার দিকে নিহত একরামুল হকের বড় ভাই তার নির্বাচনীপ্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা মাহতাব উদ্দিন মিনারকে প্রধান আসামি করে অজ্ঞাত৩৫ জনের বিরুদ্ধে ফেনী সদর থানায় মামলা দায়ের করে।এদিকেএকরাম হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে ফেনী থেকে সজীব ও আবদুর রউফ নামেরদু ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় মোট ২০ জনকেগ্রেফতার করা হলো।