হাসপাতাল থেকে লাশ নিয়ে সটকে পড়লো ছেলে
স্টাফ রিপোর্টার: পক্ষাঘাতে আক্রান্ত চুয়াডাঙ্গা ছয়ঘরিয়া বৃদ্ধ আকবর মালের রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে পরিবারের লোকজনের দাবি আকবর বিষ পানে আত্মহত্যা করেছেন। এলাকাবাসী বলেছেন পক্ষাঘাতে আক্রান্ত আকবর নিজে চলাফেরা করতে পারেন না। তিনি কীভাবে আত্মহত্যা করতে পারেন? ফলে আকবর মালের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের ছয়ঘরিয়া মাঝপাড়ার মৃত আব্বাস মালের ছেলে আকবর মাল (৮০) বছরখানেক আগে পক্ষাঘাতে আক্রান্ত হন। এতে তার ডান হাত ও ডান পা অচল হয়ে যায়। সেই থেকে তিনি বিছানাগত আছেন। অসহায় দিনযাপন করেন তিনি। এরই এক পর্যায়ে গতকাল সকালে আকবর বিষ পান করেছেন বলে পরিবারের পক্ষ থেকে প্রচার করা হয়। সকাল ৯টার দিকে তাকে মুমূর্ষু অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। গোপনে লাশ হাসপাতাল থেকে নিয়ে সটকে পড়ে তার ছেলে হাসিবুলসহ অন্যরা। ৪ ছেলে ও ৫ মেয়ের জনক আকবর মালের মৃত্যু নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। বৃদ্ধ আকবরের স্ত্রী সকিনাকেও হাসপাতালে আসতে দেয়া হয়নি। বিষয়টি নিয়ে ছয়ঘরিয়া গ্রামে কানাঘোষা চলছে। ছেলে হাসিবুলের স্ত্রীর সাথে গণ্ডগোল হয়েছিলো বলে কেউ কেউ বলছেন। ঘটনার তদন্তপূর্বক পুলিশ প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে এলাকাবাসী আশা করে।