মাথাভাঙ্গা মনিটর: বিশ্বকাপের আগে সাম্প্রতিক পারফরম্যান্স নিয়েসমালোচকদের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে লিওনেল মেসিকে। ব্রাজিল বিশ্বকাপে তাইআর্জেন্টিনার এ তারকা বেশ চাপে থাকবেন বলেই মনে করেন অনেকে। তবে এইদুঃসময়ে বার্সেলোনা-সতীর্থের পাশে দাঁড়িয়েছেন ব্রাজিল তারকা নেইমার।লিওনেলমেসি তার সেরা ফর্মে নেই বলেই বার্সেলোনার বাজে একটা মরসুম কেটেছে বলে মনে করেন অনেকে।কিন্তু আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের ষষ্ঠ শিরোপা জয়েরভরসা নেইমার এটা মানেন না।ব্রাজিলেরপত্রিকা গ্লোবোকে নেইমার বলেন,মেসি আমার দেখা সেরা খেলোয়াড়। সে আমাদের সমাধান, সমস্যা নয়।মেসিরওপর ভর করেই যে আর্জেন্টিনা ব্রাজিল বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে,তার জাতীয়দলের সতীর্থ স্যার্জিও আগুয়েরো তুলে ধরেছেন সে বিষয়টি।আমাদেরদলে বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসি আছে। কঠিন এক অঞ্চল থেকে কয়েক ম্যাচ হাতে রেখেসেই আমাদের শীর্ষে থেকে বাছাইপর্ব শেষ করতে সাহায্য করেছে।আর্জেন্টিনাকে১৯৭৮ সালের বিশ্বকাপ জেতানো কোচ সেসার লুইস মেনোত্তি ও মনে করেন,বার্সেলোনায় মেসিআপাতত তার সেরা ফর্মে না থাকলেও,আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে তিনি আসল রূপে ধরা দেবেন।