আন্দুলবাড়িয়া প্রতিনিধি: আজ ২৭ মে মঙ্গলবার জীবননগরের আন্দুলবাড়িয়া বাজার কমিটির নির্বাচন। ইউপি কার্যালয় ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। সকাল ৮টা থেকে ৩টি বুথে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন নিজেই রিটার্নিং অফিসার ও কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম শরীফ প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন। নির্বাচনী তফশিল অনুযায়ী ৫৮৭ জন ভোটার তাদের প্রার্থীদের ভোট দিয়ে ৮ জন প্রতিনিধি নির্বাচিত করবেন। বিএনপি দলীয় প্রার্থী মির্জ্জা শিলন প্রার্থীতা প্রত্যাহর করে নেয়ায় সহসভাপতি পদে শেখ আসাউল হক গোলাপ, কোষাধ্যক্ষ খন্দকার আশাদুজ্জামান আশা ও ১নং ওয়ার্ড সদস্য পদে পল্লি চিকিৎসক তৈয়ব আলী প্রার্থিতা প্রত্যাহার করে নেয়ায় বাবলুর রহমান ও সেলিম হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাজার কমিটির নির্বাচনে স্থানীয় বিএনপি এককভাবে প্যানেল প্রার্থী ঘোষণা করেছে। আওয়ামী লীগ প্রার্থী নির্বাচনে দ্বিধাদ্বন্দ্বের কারণে প্যানেলভুক্ত প্রার্থী ঘোষণা না দিলেও দলীয়ভাবে প্রার্থী দিয়েছে। দলীয় নেতৃত্বে দ্বিধাদ্বন্দ্ব ও রশিটানাটানির কারণে নির্বাচনে বিভক্তি দেখা দিয়েছে। ক্ষমতাসীন দলের দুটি গ্রুপ তাদের নিজ নিজ অবস্থান থেকে প্রার্থীদের বিজয় ছিনিয়ে আনতে জোর প্রচেষ্টা অব্যাহত রেখেছে। জামায়াতে ইসলামী দলের কোনো প্রার্থী নেই। উভয়পক্ষ প্রার্থী ও তার দলীয় নেতৃবৃন্দ জামায়াতপন্থি ভোটারদের ভোট অনুকূলে নেয়ার চেষ্টা করছেন। জামায়াতপন্থি ভোটারদের ভোট প্রদানের ওপর অনেকটা প্রার্থীদের জয়-পরাজয় নির্ভর করেছে বলে কেউ কেউ মন্তব্য করলে ও নির্বাচনী এলাকা ঘুরে দেখা গেছে, ভোটাররা দলীয় প্রভাবে নয়, প্রার্থীর যোগ্যতা ও ব্যক্তি ইমেজের ওপর ভোট দেয়ার ইচ্ছা প্রকাশ করছেন। অনেকে বাজার কমিটিকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার পক্ষে মতামত প্রকাশ করেছেন। বিএনপি দলীয় প্যানেলভুক্ত প্রার্থীগণ হলেন, সভাপতি খন্দকার নাসির উদ্দিন সোহাগ (গরুর গাড়ি), সাধারণ সম্পাদক পদে মুন্সি রোকনুজ্জামান রোকন (টেবিল ফ্যান), সহসাধারণ সম্পাদক মিজানুর রহমান (বাইসাইকেল), দফতর সম্পাদক জাহিদুল ইসলাম মামুন (গোলাপ ফুল), ২নং ওয়ার্ড সদস্য পদে এসএম জাভেদ লাল (টিউবওয়েল), আশরাফুল ইসলাম ডাবলু (তালা) ও ৩নং ওয়ার্ড সদস্য পদে বদর উদ্দিন বুদো (তালা) মার্কা প্রতীক নিয়ে লড়ছেন।
অপরদিকে আওয়ামী সমর্থিত প্রার্থীগণ সর্বদলীয় ব্যবসায়ী মনোনীত ব্যানারে নির্বাচন করছেন। সভাপতি প্রার্থী মির্জ্জা হাকিবুর রহমান লিটন (আনারস), সাধারণ সম্পাদক পদে সাবেক বাজার কমিটির সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু (মোটরসাইকেল), সহসাধারণ সম্পাদক খান তারিক মাহমুদ (চেয়ার), দফতর সম্পাদক আব্দুস সামাদ (হাতি), ২নং ওয়ার্ড সদস্য পদে মুনতাজ আলী (মোরগ), মইনুল ইসলাম (ফুটবল), ৩নং ওয়ার্ড সদস্য পদে বিল্লাল হোসেন (ফুটবল)ও লুলু মিয়া (কলস) প্রতীক নিয়ে লড়ছেন।নির্বাচনে সাবেক সভাপতি আশাদুর রহমান আশা (ছাতা) ও সহসাধারণ সম্পাদক খন্দকার আবুল বাসার (টেলিভিশন) প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারাভিযানে পিছিয়ে নেই। প্রত্যেক প্রার্থী স্ব স্ব অবস্থান থেকে ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন। কে কে হাসবে বিজয়ের হাসি, তা দেখার জন্য ভোটারসহ বিভিন্ন মহল অপেক্ষার প্রহর গুনছেন।