ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের যাত্রাপুর গ্রামে বিপন্ন প্রজাতির একটি মেছো বাঘকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। গতকালশনিবার সকাল ৯টার দিকে মেছো বাঘটিকে পিটিয়ে হত্যা করা হয়।
যাত্রাপুর গ্রামের গৃহবধূ রহিমা খাতুন জানান, সকালে গ্রামের একটি খামারে শিশুরা খেলা করছিলো। এসময় পাশের বাগান থেকে একটি মেছো বাঘ বের হয়ে বাচ্চাদের ওপর আক্রমণ চালানোর চেষ্টা করে। বাচ্চাদের চিৎকারে স্থানীয় লোক এগিয়ে এসে মেছো বাঘটিকে পিটিয়ে হত্যা করে।এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দীন আজাদ জানান, মেছোবাঘ পিটিয়ে মারার কোনো খবর তাদের জানা নেই। ঝিনাইদহ বিভাগীয় বনকর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, আমরা সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া প্রস্তুতি চলছে।