Untitled

 

গরম মিষ্টির ঝোলে পড়ে ঝলসে গেছে মিষ্টি দোকানের কর্মচারী

স্টাফ রিপোর্টার: মিষ্টির গরম ঝোলের মধ্যে পড়ে ঝলসে গেছে মিষ্টির দোকানের কর্মচারী আকরামুল (১৬)। গতপরশু বুধবার রাত ৮টার দিকে মুন্সিগঞ্জ হাসপাতাল মোড়ের মিষ্টি ভাণ্ডার নামক মিষ্টির দোকানে এ দুর্ঘটনা ঘটে। ঝলসে যাওয়া শ্রমিক আকরামুলকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা আলমডাঙ্গার গোবিন্দপুরের জমির মণ্ডলের ছেলে আকরামুল মুন্সিগঞ্জ হাসপাতাল মোড়ের দিপক-উজ্জ্বলের মিষ্টির দোকানের কর্মচারী। গতপরশু রাতে মিষ্টি তৈরির কাজ চলছিলো। এমন সময় আকরাম মিষ্টির গরম ঝোলের মধ্যে পড়ে ঝলসে যায়। তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়।