ডকবাংলার সাধুহাটিতে আবারও ডাকাতি : সোনা ও নগদ ৩ লাখ টাকা লুট

 

ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা,সাধুহাটি রাঙ্গিয়ারপোতা ও এনায়েতপুর গ্রামে আবারও ডাকাতি সংঘটিত হয়েছে। গত বুধবার রাতে রাঙ্গিয়ারপোতা গ্রামের আমদ আলী,শাফায়েত আলীও আক্কাচ আলীল বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। এসময় বাড়ির লোকজনকে বেঁধে রেখে সোনার গয়নাগাটি,মোবাইলফোন ও নগদ দু লাখ টাকাডাকাতি করে নিয়ে ডাকাতদল।এদিকে বুধবার রাতে এনায়েতপুর গ্রামের আইয়ুব মণ্ডলের বাড়ি ডাকাতদল হানা দিয়ে নগদ ১লাখ টাকা ও ৪ভরিসোনা নিয়ে যায় ডাকাতদল।