আক্তারুল মোল্লাকে বাড়িতে গিয়ে মারধর ও নগদ টাকা-গয়না লুটপাট করার অভিযোগ

 

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার মহেশপুর গ্রামের আক্তারুল মোল্লাকে বাড়িতে গিয়ে মারধর ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করে নগদ টাকা-গয়না লুটপাট করার অভিযোগে একই গ্রামের রুবেল গঙের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গরু দিয়ে কলাগাছ খাওয়ানোর প্রতিবাদ করায় ওই ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে।

লিখিত অভিযোগসূত্রে জানাগেছে, মহেশপুর গ্রামের মৃত বিশারত মোল্লার ছেলে আক্তারুল মোল্লার কলাগাছের বাগান একই গ্রামের সেন্টু মণ্ডলের ছেলে রুবেল গরু দিয়ে মাঝেমধ্যে খাওয়ায়। গত সোমবার রুবেলের গরু যখন কলাগাছ খাচ্ছিলো, তখন আক্তারুল মোল্লা রুবেলকে গাল-মন্দ করে। এতে ক্ষিপ্ত হয়ে বাড়ি গিয়ে রুবেল ৮/৯ জন লোক নিয়ে গিয়ে আক্তারুলের বাড়িতে চড়াও হয়। তারা ঘরে ঢুকে আক্তারুলকে বেধড়ক পেটায়।ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। নগদ টাকা ও সোনার গয়না হাতিয়ে নেয় অভিযোগ তুলে আক্তারুল মোল্লা আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেন।