স্টাফ রিপোর্টার: নোয়াখালীর চাটখিলে মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতেদু পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরো ২ জন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনারপ্রতিবাদে চাটখিল-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুদ্ধ লোকজন। নিহতরাহলেন-পৌর শহরের হাজি বাড়ির নুরুল ইসলামের ছেলে ভ্যানগাড়ি চালক দুলাল (৩০)এবং দশঘরিয়া বাজারের আল- বারাকা পরিবহন কাউন্টারের টিকেট বিক্রেতা কামালহোসেন (৩০)। এছাড়া গুলিতে আহত মনির হোসেন ও হান্নান নামে ২ জনকে নোয়াখালীমেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৫টারদিকে মুখোশধারী দুই সন্ত্রাসী একটি মোটর সাইকেলে করে আল-বারাকা কাউন্টারেরসামনে এসে এলোপাতাড়ি গুলি করতে থাকে। এতে ঘটনাস্থলে কামাল হোসেন মারাযানএবং মনির ও হান্নান গুলিবিদ্ধ হয়। এরপর সস্ত্রাসীরা মোটরসাইকেল যোগেচাটখিল বাজারের প্রধান সড়কে এসে আবারো এলো পাতাড়ি গুলি চালালে পৌরসভার আলদুবাই মার্কেটের পাশে দাড়িয়ে থাকা দুলাল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়।এ ঘটনার প্রতিবাদে পরিবহন শ্রমিকরা ও এলাকাবাসী কালো ব্যাজ ধারণন করেবিক্ষোভ মিছিল বের করে ও চাটখিল- ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।দুপুর ১২টার দিকে নোয়াখালীর পুলিশ সুপার ঘটনাস্থলে পৌছে অবরোধ তুলে দেন।