কার্পাসডাঙ্গার অসহায় নুর ইসলামের বসতবাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

 

কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের ভূমিদস্যুরা হানা দিয়ে অসহায় নুর ইসলাম মালিতার বসতবাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। ঘটনাটি ঘটে গত সোমবার সকাল ৭টার দিকে।

সূত্রে জানা গেছে, আরামডাঙ্গা গ্রামের মৃত জয়নাল মালিতার বড় ছেলে নুর ইসলাম মালিতার (৬৫) বসতবাড়িতে হানা দেয় জলিল মালিতার ছেলে আতিয়ার মালিতা (৩৮) ও মৃত মোস্তবারি (পাচু) মালিতার ছেলে খলিল মালিতার (৬০) নেতৃত্বে মৃত জয়নাল মালিতার ছোট ছেলে জিনারুল মালিতা (৫০) ও তার ছেলে মিন্টু (২৩) এবং মৃত মোবারেক মালিতার ছেলে হায়দার। এ সময় তারাদেশীয় অস্ত্রে নিয়ে অসহায় নুর ইসলাম মালিতার বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেয় এবং ঘরে থাকা সমস্ত মালামাল লুট করে নিয়ে যায়। এ মর্মে নুর ইসলাম বাদী হয়ে চুয়াডাঙ্গা আদালতে মামলা দায়ের করেছেন। মামলা করার কারণে নুর ইসালম ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। হামলাকারীরা তার এবং পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি অব্যাহত রেখেছে।নুর ইসলাম এবং তার পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।