মেহেরপুরে অনার্স ও মাস্টার্স কোর্স চালুর দাবিতে মানববন্ধন

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সরকারি কলেজে হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে অনার্স কোর্স এবং রাষ্ট্রবিজ্ঞান ও বাংলা বিভাগে মাস্টার্স কোর্স চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে কলেজ শাখা ছাত্রলীগ। গতকাল সোমবার বেলা ১১টার দিকে মেহেরপুর সরকারি কলেজের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ান আহম্মেদ রুপক, ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান মফিজ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসমলাম লিজন, যুবলীগ নেতা শেখ কামাল, শহর ছাত্রলীগের সভাপতি মাহফিজুর রহমান পোলেন, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুদরত-ই খোদা রুবেলসহ কলেজ শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তারা মেহেরপুর সরকারি কলেজের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কলেজে অনার্স কোর্স চালু থাকলেও নেই পর্যাপ্ত বিষয় এবং এর সাথে মেহেরপুরের শিক্ষার্থীদের মাস্টার্স কোর্স করতে জেলার বাইরে যেতে হয়। তাই মেহেরপুর সরকারি কলেজে অবিলম্বে মাস্টার্স কোর্স চালুর দাবি জানান তারা।