গাংনীতে ভূষিমাল ব্যবসায়ীর মোটরসাইকেল ও নগদ টাকা ছিনতাই

 

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার গাংনী-ধানখোলা সড়কে ভূষিমাল ব্যবসায়ীর ১ লাখ ৬০ হাজার টাকা ও একটি ডিসকভারি মোটরসাইকেল ছিনতাই হয়েছে। গতরাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে ব্যবসায়ী জালাল উদ্দীন (৫০) গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ধানখোলা গ্রামের মৃত হারেজ উদ্দীনের ছেলে ভূষিমাল ব্যবসায়ী বশির উদ্দীন ও মহিষাখোলা গ্রামের মৃত সিরাজ উদ্দীনের ছেলে জালাল উদ্দীন ব্যবসায়িক কাজশেষে গাংনী শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। ধানখোলা মাঠের নার্সারির কাছে পৌঁছুলে আগে থেকে ওত পেতে থাকা একদল ছিনতাইকারী সড়কে গাছ ফেলে তাদের গতিরোধ করে। জালাল উদ্দীনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও বশির উদ্দীনকে মারধর করে তাদের ব্যবহৃত ডিসকভারি ১০০ সিসি মোটরসাইকেল এবং ১ লাখ ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইকারীরা স্থান ত্যাগ করার পর আহতদের চিৎকারে স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে জড়ো হয়। ঘটনাস্থল থেকে গাংনী থানা ভবন কাছাকাছি হওয়ায় দ্রুত পুলিশ পৌঁছে যায়। গ্রামবাসী ও পুলিশ আশেপাশে খোঁজাখুঁজি করে। কিন্তু ছিনতাইকারীদের কোনো হদিস পাওয়া যায়নি। আহত দু’জনকেই গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। জালাল উদ্দীনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক।