আখের মূল্য বৃদ্ধিসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে আখচাষিরা আন্দোলন

 

দর্শনায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন

দর্শনা অফিস: কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী বাংলাদেশ চিনিকল আখচাষি ফেডারেশনের আহ্বানে ও দর্শনা চিনিকল আখচাষি কল্যাণ সমিতির উদ্যোগে আখচাষিরা বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চিনিকল এলাকায় বিক্ষোভ করেছে আখচাষিরা। চাষিদের আখের মূল্য পরিশোধ ও ১৫০ টাকা প্রতি মণ আখের মূল্য বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। দর্শনা চিনিকল আখচাষি কল্যাণ সংস্থার সার্বিক আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিলগেটের প্রধান ফটকের সামনে অবস্থান নেয়। এ সময় বিক্ষোভকারীরা দাবি আদায়ের লক্ষ্যে সড়ক অবরোধ করে। দর্শনা আখচাষি কল্যাণ সমিতির সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আখচাষি নেতৃবৃন্দ বলেন, কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী চাষিদের পাওনা ২০০ কোটি টাকা পরিশোধ ও আগামী আখ মাড়াই মরসুম শুরু হওয়ার আগেই আখের মূল্য বৃদ্ধি করে ১৫০ টাকা মণ করতে হবে। সেই সাথে আখচাষিদের ১১ দফা দাবি না মানলে আন্দোলন চলবে। সমাবেশে বক্তব্য রাখেন সাংগঠনের উপদেষ্টা ও চাষি প্রতিনিধি হাজি আকমত আলী, বাংলাদেশ চিনিকল আখচাষি ফেডারেশনের সহসভাপতি আব্দুল বারি, ওমর আলী, লাল মোহাম্মদ, কাউন্সিলর জহিররুল ইসলাম, আমজাদ হোসেন, মারুফ হোসেন, আজিজুল ইসলাম, নিজাম উদ্দীন, আইয়ুব আলী, মাকাল মণ্ডল, আনসার আলী, মিল্টন হোসেন, রফিকুল ইসলাম, তাইজ উদ্দীন প্রমুখ।।