ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসর গ্রামের কৃষক বিশারত আলী শেখ হত্যার ঘটনায় আওয়ামী লীগের স্থানীয় ৩০ জন নেতাকর্মীকে আসামি করে থানায় হত্যামামলা দায়ের হয়েছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে এ হত্যামামলা প্রত্যাহারের দাবিতে সোমবার সকালে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে নেতাকর্মীরা বেলা সাড়ে ১১টার দিকে শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ডে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা দুধসর ইউনিয়নবাসীর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করে।
বিভিন্ন স্লোগান সম্বলিত প্লাকার্ড নিয়ে ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের দু ধারে মানববন্ধনে এলাকার শ শ মানুষ অংশ নেয়। মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন দিগনগর ইউপি চেয়ারম্যান তোজাম হোসেন, রানু মেম্বার,উজ্জ্বল হোসেন প্রমুখ। বক্তারা স্থানীয় আওয়ামী লীগ মিল্টন জোয়ার্দ্দারসহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত হত্যামামলা প্রত্যাহারের দাবি জানান। এসময় ঝিনাইদহ-কুষ্টিয়া সড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে নেতাকর্মীরা। সড়কের উভয় পাশে কয়েশ যানবাহন আটকা পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
উল্লেখ্য, গত ১৬ মে বৃহস্পতিবার রাতে শৈলকুপা উপজেলার দুধসর গ্রামের কৃষক বিশারত আলীকে কুপিয়ে খুন করে দুর্বৃত্তরা।