অবশেষে ফন গালই ম্যানইউর কোচ

 

স্টাফ রিপোর্টার: অবশেষে সব জল্পনা-কল্পনার অবস ঘটিয়ে ম্যানচেস্টারইউনাইটেডের নতুন কোচ নিযুক্ত হলেন লুইস ফন গাল। ইংলিশ ক্লাব ম্যানইউরসাথে তার তিন বছরের চুক্তি হয়েছে। দলের বর্তমান খেলোয়াড় রায়ান গিগসকে তারসহকারী হিসেবে রেখে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।ম্যানইউর২৬ বছরের কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন অবসর নেয়ার পর গত বছর দলের দায়িত্বনেন স্কটিশ ডেভিড ময়েস। কিন্তু এ মরসুমে রেড ডেভিলরা মারাত্মক বাজে করায়মরসুমের তিন ম্যাচ বাকি থাকতেই ময়েসকে বরখাস্ত করে ক্লাব। অন্তর্বর্তীকালীনকোচের দায়িত্ব পালন করছিলেন ‘খেলোয়াড়’ রায়ান গিগস। আর তখন থেকে নতুন কোচহিসেবে বতমান নেদারল্যান্ডস জাতীয় দলের কোচ ফন গালের নাম উচ্চারিত হচ্ছিলো।আর শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্য হলো। তিনি ব্রাজিল বিশ্বাকরে পরেইম্যানইউর দায়িত্ব বুঝ নিবেন।