স্টাফ রিপোর্টার: বাগেরহাটের মংলায় আলোচিত মাছব্যবসায়ী ইলিয়াস হত্যা মামলায় ৪ জনের ফাসি ও ৬ জনের যাবজ্জীবন দিয়েছেন বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত।গতকাল রোববার জনাকীর্ণ আদালতে পাঁচ আসামির উপস্থিতিতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসএম সোলায়মান এ রায় ঘোষণা করেন।ফাঁসিরদণ্ডাদেশ প্রাপ্ত আসামিদের মধ্যে রয়েছে বাগেহরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নপরিষদের সাবেক চেয়ারম্যান আতাহার হোসেন তরফদার ওরফে পরান বাবু, কাটাখালীএলাকার বজলু গাজীর ছেলে বাবুল গাজী, ডেমাইউনিয়নের কালিয়া গ্রামের নওয়াবআলীর ছেলে কালাম ওরফে কামাল ও বাচ্চু এবং রামপাল উপজেলার রনজয় গ্রামের কদমআলীর পুত্র বাচ্চু। যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন- ডেমাইউনিয়নের কালিয়া গ্রামের কাশেম সেখের ছেলে শহীদুল সেখ, কাশেমপুর গ্রামেরআরব আলীর ছেলে ইশারাত ওরফে ইশা, কালিয়া গ্রামের মাজেদ মোল্লার ছেলে ফরহাদমোল্লা, পিসি ডেমা গ্রামের ইকবাল সেখের ছেলে ফারুক মাস্টার, কাশেমপুরগ্রামের ইস্রাফিল ডাকুয়ার ছেলে শানু ডাকুয়া ও রামপাল উপজেলার তেলিখালীগ্রামের রাহেন উদ্দিনের ছেলে আ: হাকিম সেখ।মামলার বিবরণে জানা যায়, ১৯৯৮ সালের ১৯ নভেম্বর মংলা উপজেলার মাছব্যবসায়ী ইলিয়াস হাওলাদার তার দুসহযোগী রফিকুল ও শুকুর আলীকে নিয়ে সুন্দরবনে মাছ ধরতে যান। ওই দিন বিকেলেসুন্দরবনের খালে মাছ শিকারের সময় আসামিরা তাদের ওপর চড়াও হয়। এক পর্যায়েমাছব্যবসায়ী ডাকাতদলের মধ্যে বাবুলকে চিনে ফেলে তার নাম ধরে ডাক দিতেইবন্দুক উঁচিয়ে ইলিয়াসকে হত্যা করে।