সামর্থের সবটুকু দিয়েছি: মনমোহন

 

মাথাভাঙ্গা মনিটর: ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়ের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।লোকসভা নির্বাচনে বিজেপির কাছে কংগ্রেস ধরাশায়ী হওয়ার একদিন পর গতকাল শনিবার মনমোহন পদত্যাগপত্র দিলেন।২০০৪সাল থেকে একনাগাড়ে দু দফা বিশ্বের সবচেয়ে বৃহৎ গণতন্ত্রের দেশটির নেতৃত্বদিয়েছেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী হিসেবে জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণদেন মনমোহন।হিন্দি ও ইংরেজিতে দেয়া সংক্ষিপ্ত ভাষণে মনমোহন বলেন, ভারতের ভবিষ্যতের ব্যাপারে তিনি অত্যন্ত আশাবাদী।নিজের সামর্থের সর্বোচ্চটুকু দিয়ে দেশের সেবা করতে চেয়েছেন বলে বিদায়ী ভাষণে জানান মনমোহন।একদশক আগের চেয়ে অনেক শক্ত ভিত্তির ওপর দেশকে রেখে যাচ্ছেন বলেও এ সময় উল্লেখ করেন তিনি।তিনিবলেন, আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি বিশ্বের নব্য অর্থনীতিতে ভারতগুরুত্বপূর্ণ শক্তি হিসেবে ভূমিকা রাখবে। ঐতিহ্যের সাথে আধুনিকতারসংমিশ্রণ এবং বৈচিত্রের মধ্যে ঐক্য স্থাপন করে এই জাতি বিশ্বকেপ্রাগ্রসরতার পথ দেখাতে পারে।দেশকে সেবা করাই ছিলো আমার অগ্রাধিকার। এর বেশি আমার আর কিছুই চাইবার ছিলো না- বলেন মনমোহন।২০০৪সালে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের সরকারে প্রধানমন্ত্রী হিসেবেদায়িত্ব গ্রহণ করে টানা দু দফা ভারতের সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদেদায়িত্ব পালন করেন মনমোহন।তিনি বলেন, আজ আমি যখন আমার দায়িত্ব থেকেঅব্যাহতি নিতে যাচ্ছি তখন আমি ভালো করেই জানি, স্রষ্টার কাছ থেকে চূড়ান্তবিচারের আগে জনগণের আদালতেই কর্মকর্তারা ও সরকার তাদের বিচারের ভার অর্পণকরে।আমি বিভিন্ন সময়ে বলেছি, আমার জীবন ও দাপ্তরিক কর্মকাণ্ড খোলাবইয়ের মতো। আমাদের এ মহান জাতিকে সেবা করার জন্য আমি আমার সর্বোচ্চসামর্থ দিয়ে চেষ্টা করেছি।বিদায়ী প্রধানমন্ত্রী বলেন, ১০ বছর ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স ভারতশাসন করেছে। এ সময়ে দেশ অনেক কিছুই অর্জন করেছে, অনেক সাফল্য রয়েছে, যারজন্য আমরা গর্বিত হতে পারি।