সবচেয়ে বড়ডাইনোসর আবিষ্কার

 

মাথাভাঙ্গা মনিটর: আর্জেন্টিনায় একটি ডাইনোসরের ফসিল হয়ে যাওয়াহাড়গোড় পাওয়ার পর এটিকে পৃথিবীর বুকে হাঁটা সর্ববৃহৎ প্রাণী বলে ধারণা করাহচ্ছে বলে জানিয়েছেন জীবাশ্মবিদরা।খুঁজে পাওয়া ঊরুর একটি হাড়ের ওপর নির্ভর করে ডাইনোসরটিদৈর্ঘ্যে ১৩০ ফুট (৪০ মিটার) ও উচ্চতায় ৬৫ ফুট (২০ মিটার) ছিলো বলে হিসাব করাহয়েছে।১৪টি আফ্রিকান হাতির ভরের চেয়েও বেশি ভরের ডাইনোসরটির ভর ছিলো ৭৭ টন।আগের রেকর্ড ৭০ টন থেকে এটির ভর আরো সাতটন বেশি।ডাইনোসরের এ প্রজাতিটিরনাম আর্জেন্টিনোসরাস। এ প্রজাতির ডাইনোসরের প্রথম নমুনা আর্জেন্টিনায় পাওয়াগিয়েছিলো বলে দেশটির নামানুসারে এমন নামকরণ করা হয়েছে।বিজ্ঞানীরা বিশ্বাসকরেন, আর্জেন্টিনোসরাস টাইটানোসর গণের একটি নতুন প্রজাতি। তৃণভোজী এই গণের সদস্যরাক্রিটেসিয়াস পর্বের শেষ দিকে আবির্ভূত হয়েছিলো বলে ধারণা করাহয়।আর্জেন্টিনার পাতাগোনিয়া মুরুভূমির লা ফ্লেচা এলাকায় আর্জেন্টিনোসরাসেরজীবাশ্মগুলো পাওয়া যায়। স্থানীয় একটি খামারের কর্মীরা অপ্রত্যাশিতভাবে জীবাশ্মগুলোআবিষ্কার করেন।এরপর আর্জেন্টিনার জীবাশ্ম জাদুঘরের একদল জীবাশ্মবিদ প্রাচীনপ্রাণীর এই অবশিষ্টাংগুলো উদ্ধার করেন।তাদের অভিযানে যে ১৫০টি জীবাশ্মমাটির নিচ থেকে তুলে আনা হয় তা মোট সাতটি আর্জেন্টিনোসরাসের বলে জানানো হয়েছে। তবেকোনো আর্জেন্টিনোসরাসের পুরো দেহের জীবাশ্ম পাওয়া যায়নি।তবে যা পাওয়া গেছেতা খুব ভাল অবস্থায় আছে বলে জানিয়েছেন জীবাশ্ম বিজ্ঞানীরা।