স্টাফ রিপোর্টার: আজ ১৭ মে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখহাসিনার ৩৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৮১ সালের এদিনে বিদেশেদীর্ঘদিনের নির্বাসন শেষে তিনি দেশে ফেরেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতেদেশি-বিদেশি ষড়যন্ত্রে সেনাবাহিনীর কিছু বিপদগামী কর্মকর্তা ও সৈনিকেরা ৩২নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে হামলা করে তাকেসহ তারপরিবারের সকল সদস্যকে নির্মমভাবে হত্যা করে। এসময় বঙ্গবন্ধুর দু কন্যা শেখহাসিনা ও শেখ রেহানা প্রবাসে অবস্থান করায় ঘাতকদের হাত থেকে প্রাণে রক্ষাপান। পঁচাত্তর-পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনের কারণেই দীর্ঘদিন বিদেশেনির্বাসিত ছিলেন শেখ হাসিনা। ১৯৮১ সালের ১৪,১৫, ও ১৬ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতবাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলর অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুররহমান তনয়া শেখ হাসিনাকে সর্বসম্মতিক্রমে দলের সভাপতি নির্বাচিত করা হয়।১৯৮১ সালের ১৭ই মে ঢাকায় লাখ লাখ জনতার প্রাণঢালা উষ্ণ সম্ভাষণ নিয়েপ্রিয় স্বদেশ ভূমিতে ফিরে এসেছিলেন শেখ হাসিনা। এসেই আওয়ামী লীগের হাল ধরেনতিনি।