আলমডাঙ্গার সাতকপাট নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন আহত

 

 

আলমডাঙ্গা ব্যরো: আলমডাঙ্গা সাতকপাট নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় ইকতার ও আহসান নামে দুজন মারত্মক জখম হয়েছে। তাদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানাগেছে,কুষ্টিয়া ইবি থানার মাঝিলা গ্রামের মৃত সাবদার মণ্ডলের ছেলে ইকতার (২৫) ও একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে আহসান (২৫) গতকাল শুক্রবার আলমডাঙ্গায় মোটরসাইকেলযোগে আলমডাঙ্গায় আসছিলো। তারা সাতকপাট নামক স্থানে পৌঁছুলে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ক্যানেলের মধ্যে পড়ে যায়। এ সময় ইকতার আলীর ডান পা ভেঙে যায় ও আহসান আলীর মাজা ও পা ভেঙে যায়। সাথে সাথে স্থানীয়রা ইকতার ও আহসানকে উদ্ধার করে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করার জন্য পাঠিয়ে দেয়। বর্তমানে তাদের অবস্থা আশঙ্কাজনক।