জীবননগর ব্যুরো: ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্রীনাথপুর সীমান্ত থেকে বাংলাদেশি গরুব্যবাসায়ী শরিফুল ইসলামকে (২৬) আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে ভারতের সুটিপুর ক্যাম্পের বিএসএফ তাকে আটক করে। আটক গরুব্যবসায়ী শরিফুল এসময় গরু আনার জন্য ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। আটক গরুব্যবসায়ীকে ফিরিয়ে আনার চেষ্টা করছে বিজিবি।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল এসএম মনিরুজ্জামান এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের খোশবারী তরফদারের ছেলে গরুব্যবসায়ী শরিফুল ইসলাম সুটিপুর সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় ভারতের ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের অধীন সুটিপুর ক্যাম্পের বিএসএফ তাকে আটক করে অবৈধ প্রবেশের দায়ে মামলা দায়েরসহ নদীয়া জেলার হাঁসখালী থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং আটককৃত বাংলাদেশি গরুব্যবসায়ী শরিফুল ইসলামকে ফিরিয়ে আনার জন্য শ্রীনাথপুর বিওপি বিজিবি সুটিপুর ক্যাম্পের বিএসএফের নিকট পত্র দিয়েছে। তাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলে বিজিবির পক্ষ থেকে জানান হয়েছে।