গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদকরণের লক্ষ্যে তথ্য সংগ্রহ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম।
গাংনী উপজেলা নির্বাচন অফিসার সরওয়ার হোসেন জানান, আজ (গতকাল) থেকে ২৪ মে পর্যন্ত তথ্য সংগ্রহকারীরা নতুন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। আগামী ২৬ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত ছবি তোলা হবে। গাংনী পৌর এলাকার জন্য গাংনী পৌরসভা ভবন ও ৯টি ইউনিয়ন পরিষদের স্ব স্ব ইউনিয়নের নতুন ভোটারদের ছবি তোলা হবে। ০১/০১/১৯৯৭ বা তার পূর্বে জন্ম গ্রহণকারীরা ভোটার হতে পারবেন বলে জানান উপজেলা নির্বাচন অফিসার। মেহেরপুর জেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে প্রথম পর্যায়ে গাংনী থেকে এ কার্যক্রম শুরু হয়েছে।