ফারুকীর ফেসবুক স্ট্যাটাসে তোলপাড়

 

স্টাফ রিপোর্টার: চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকীর একটি  স্ট্যাটাস নিয়ে সামাজিকযোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। ট্রানজিট, তিস্তা চুক্তিসহ বাংলাদেশ-ভারতের মধ্যকার বেশ কিছু বিষয় নিয়ে লেখা ওইস্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।‘দাদাবাড়িরমাঝি নাদের আলী বলেছিলো,  ট্রানজিট দে, দেখিস একদিন তিস্তা দিয়ে দেবো।জঙ্গি হটা, বাণিজ্য ঘাটতি কমিয়ে দেবো। দাদা সব নিয়ে নিয়েছে। দেয়নি কিছু, আমাদেরও দেখা হয়নি কিছুই, ৪৩ বছর কেটে গেলো। বাজার গেছে, আকাশ গেছে, পত্রিকার পাতাগুলো গেছে, চিন্তা গেছে, সিনেমা হলটা বাকিছিলো, এবার সেটাওযাচ্ছে। যে দেশের মন্ত্রীর একমাত্র এজেন্ডা মনে হয় ভারতের ছবি আমদানি (তাওআবার ভারতের সবচেয়ে অখাদ্য ছবিগুলো), যে দেশের মন্ত্রী মনে করে বাংলাদেশেরসিনেমার উন্নতির একমাত্র উপায় ভারতের ছবি আনা এবং আমাদের ডিস্ট্রিবিউশননেটওয়ার্ক ভারতীয় কোনো সংস্থাকে দেয়া, সে দেশের ভবিষ্যত চরম উজ্জ্বল। এইরকমচিন্তাশীল মানুষ যদি দেশ চালায়, সে দেশের ভবিষ্যত উজ্জ্বল না হয়ে পারে না।আশা করি অন্যান্য দেশও (যাদের সিনেমার অবস্থা খারাপ) আমাদের দৃষ্টান্তঅনুসরণ করে চলচ্চিত্র বিপ্লব সাধন করবে।বিঃ দ্রঃ পাশে বসা ছোটো ভাইবললো ‘দু দেশের ছবি না বিনিময় হওয়ার কথা। আমি তাকে পুনরায় নাদের আলী’রকবিতা পড়তে বললাম খুশি হয়ে ছোট্ট ভাই আমাকে