দামুড়হুদা উপজেলা লোকমোর্চার কমিটি পুনর্গঠিত

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা লোকমোর্চার কমিটি পুনর্গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলার লোকনাথপুরস্থ শাহ পোল্ট্রি ফার্মে উপজেলা লোকমোর্চা ও প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ওয়েভ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা লোকমোর্চার সভাপতি মোহাম্মদ আলী শাহ মিন্টু। উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রহমতুল্লাহ, প্রত্যাশার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন, সততার নির্বাহী পরিচালক এম. নুরুন্নবী, ওয়েভ ফাউন্ডেশনের এলআরপি ম্যানেজার কামরুজ্জামান যুদ্ধ, ক্যাম্পেইন অফিসার শাহানাজ পারভীন শান্তি, ইউপি সদস্য রাশেদা মমতাজ, লোকমোর্চার সদস্য নূর ইসলাম, শামসুল মেম্বার, মোখলেছুর রহমান, ইউনুচ আলী, হেলাল উদ্দিন প্রমুখ। শুরুতেই লোকমোর্চার প্রয়াত সভাপতি তাইফুর রহমানের রুহের মাগফেরাত কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়। সভায় পুরাতন কমিটি ভেঙে উপস্থিত সকলের সম্মতিক্রমে মোহাম্মদ আলী শাহ মিন্টুকে সভাপতি, শহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত করে ১৯ সদস্য বিশিষ্ট উপজেলা লোকমোর্চার কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।