জীবননগর প্রতিনিধি: চুয়াডাঙ্গারজীবননগরে ইঁদুরের বিষ মাখানো বিস্কুট খেয়ে রিয়া খাতুন (২) নামের এক শিশুরমৃত্যু হয়েছে। সে জীবননগর উপজেলার কাটাপোল গ্রামের মিলন মিয়ার মেয়ে।মঙ্গলবার রাত ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনঅবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, শুক্রবার দুপুরে উপজেলার কাটাপোলগ্রামের শিশু রিয়া খাতুন নিজ ঘরে থাকা ইঁদুর মারা বিষ মাখানো বিস্কুট খায়।এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদরহাসপাতাল পরে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিকরা হয়। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।