দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় মহিলাসহ বিভিন্ন মামলার ৫ আসামিকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে দামুড়হুদা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতরা হলো- ঈশ্বরচন্দ্রপুরের মৃত আবুল হোসেনের ছেলে ঝন্টু (৩০), হল্ট চাঁদপুরের আজগার আলীর ছেলে মাহাবুবুর রহমান (৩২), একই গ্রামের ফরজ আলীর ছেলে আমিনুল ইসলাম (৪০), তার স্ত্রী রাশিদা খাতুন (৩৫)ও কোটচাঁদপুরের মুকিম বিশ্বাসের ছেলে শহিদ (২৫)। দামুড়হুদা মডেল থানার ওসি শিকদার মশিউর রহমান জানান, আটককৃতরা বিভিন্ন মামলার আসামি।