টিপ্পনী

খবর: (দামুড়হুদা সীমান্তে বিএসএফ কর্তৃক গরুব্যবসায়ীকে পিটিয়ে হত্যা)

 

সুযোগ পেলেই বাংলাদেশের

মানুষ মারো পিটিয়ে,

লাঠিসোঁটা হাতে নিয়ে

নিচ্ছো খায়েস মিটিয়ে।

 

ফেনসিডিলের বোতলগুলো

সীমান্তে দাও ছড়িয়ে,

যুব সমাজ যাচ্ছে মরে

মাদকসেবায় জড়িয়ে।

 

দেয়ালে পিঠ ঠেকলো দাদা

পিঠটা দিলে ফুলিয়ে,

মাঝে মাঝে তারকাঁটাতে

দাও দেখি লাশ ঝুলিয়ে।

 

-আহাদ আলী মোল্লা