মাথাভাঙ্গা মনিটর: স্পেনের উত্তরাঞ্চলের শীর্ষ রাজনীতিবিদ লিয়নপ্রাদেশিক সরকার প্রধান স্পেনের ক্ষমতাসীন পিপলস পার্টির (পিপি) সদস্যইসাবেল কাররাসকোকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। গত সোমবার বিকেলে বাড়ির কাছের একটি নদীর সেতু পার হওয়ার সময় তাকেগুলি করা হয়।।এ ঘটনায় দুজন নারীকে গ্রেফতার করা হয়েছে।স্পেনের গণমাধ্যমগুলো জানিয়েছে, গ্রেফতারকৃত দু নারী স্থানীয় এক শহরের পুলিশপ্রধানে স্ত্রী ও কন্যা।সম্প্রতি প্রাদেশিক পরিষদের একটি চাকরি থেকে পুলিশপ্রধানের ওই কন্যাকে বরখাস্ত করা হয়েছিলো।এ হত্যাকাণ্ডের পর স্পেনেরপ্রধানমন্ত্রী ম্যারিয়ানো রাজয় তার দাপ্তরিক কর্মসূচি বাতিল করেছেন। কাররাসকোনিহতের ঘটনায় তিনি মুষড়েপড়েছেন বলে এক ট্যুইটে মন্তব্য করেছেন।৫৯ বছরবয়সী নারী রাজনীতিবিদ কাররাসকো পিপির লিয়ন প্রদেশের শীর্ষ নেতা ছিলেন।এহত্যাকাণ্ডের ঘটনায় দেশটির প্রধান বিরোধীদল সোস্যালিস্ট পার্টি ও অন্যান্য দল গভীরশোক প্রকাশ করেছে। বিরোধীদলগুলো তাদের রাজনৈতিক কর্মসূচিও বাতিলকরেছে।