আইপিএলে জয়ের শীর্ষে চেন্নাই

মাথাভাঙ্গা মনিটর: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের দশম ম্যাচে অষ্টম জয় তুলে নিলোচেন্নাই সুপার কিংস। গতকাল মঙ্গলবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে শেষ ওভারেনিষ্পত্তি হওয়া ম্যাচে ৫ উইকেটে জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছেমহেন্দ্র সিং ধোনির দল।রাচিতে ১৪৯ রানের মাঝারি টার্গেট তাড়া করতেনেমে শুরুর দিকে ঝড় তোলেন চেন্নাই ওপেনার ডোয়াইন স্মিথএবং শেষ দিকেঅধিনায়ক ধোনি আবারো একটি ম্যাচ জেতানো ইনিংস উপহার দিয়ে আইপিএল-এ নিজেররেকর্ডকে আরও সমৃদ্ধ করেন।দলের পক্ষে ডোয়াইন স্মিথ মাত্র ৩৫ বলমোকাবেলা করে ৫ চার ও ২টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৪৪ রান করেন। এছাড়া ডুপ্লে সিস- এর ৩৯ বলে ২ চারে ৩৮ রান করেনএবং অধিনায়ক ধোনি মাত্র ১৬ বলখেলে একটি চার ও একটি ছয়ে ২৬ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।রাজস্থানের হয়ে অনকিত শর্মা ৪ ওভার বল করে ২০ রানের বিনিময়ে দুটি উইকেট দখল করেন।এরআগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শেন ওয়াটসনের ব্যাটে ভর করে ১৫৮ রানেরপুঁজি পায় রাজস্থান। ওয়াটসন মাত্র ৩৬ বল খেলে তিনটি চার ও চারটি ছক্কারসাহায্যে দলীয় সর্বোচ্চ ৫১ রান করেন।অনকিত শর্মা ২৭ বলে ৩০ ওস্টুয়ার্ট বিন্নি ১৭ বলে ২২ রানের মাঝারি ইনিংস খেলে দলের ভালো সংগ্রহেঅবদান রাখেন। চেন্নাইয়ের হয়ে মুহিত শর্মা ৪ ওভার বল করে ৩১ রানেতিনটি উইকেট দখল করেন। এছাড়াও রবীন্দ্র জাদেজা ৪ ওভারে মাত্র ১৮ রানেরবিনিময়ে দুটি উইকেট নেন।