দামুড়হুদায় জাতীয় পার্টির সহসভাপতি গ্রেফতার

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি নতিপোতা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবুল কাশেমকে (৫৫) পুলিশ গ্রেফতার করেছে। গত সোমবার রাত দেড়টার দিকে দামুড়হুদা মডেল থানার ওসি সিকদার মশিউর রহমানের নেতৃত্বে এসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। সে উপজেলার চন্দ্রবাস গ্রামের মৃত বাল্লক মণ্ডলের ছেলে। তাকে গতকাল মঙ্গলবার আদালতে সোপর্দ করলে আদালতের বিজ্ঞ বিচারক জেলহাজতে প্রেরণের আদেশ দেন। দামুড়হুদা মডেল থানার ওসি সিকদার মশিউর রহমান জানান, তাকে দর্শনায় পূজামণ্ডপ ভাঙচুর, সরকারি কাজে বাধাদান ও শিবিরকর্মী রফিকুল হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে।