বাজারগোপালপুর প্রতিনিধি: ধানঝাড়াই করতে গিয়ে ফ্যানের আঘাতে ঝিনাইদহের দরিদ্র শ্রমিক ঈমান আলীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত সোমবার সন্ধ্যায় ঝিনাইদহ মধুহাটির কেষ্টপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। গতকাল দরিদ্র শ্রমিক ঈমানের লাশ দাফন সম্পন্ন হয়।
জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের হাজিডাঙ্গা গ্রামের মৃত আব্দুল গনির ছেলে দরিদ্র কৃষক ঈমান আলী (৫৭) পার্শ্ববর্তী কেষ্টপুর গ্রামের আব্দুর রহিমের ধানঝাড়াই করতে যান। গত সোমবার সন্ধ্যায় ধানঝাড়াইয়ের এক পর্যায়ে মেশিনের ফ্যানের আঘাত লেগে ঈমান আলীর পেট কেটে যায়। তাকে হাসপাতালে নিলে রাতেই তার মৃত্যু হয়। গতকাল মঙ্গলবার দুপুরে নিজগ্রামে ঈমান আলীর লাশ দাফন করা হয়।