জীবননগরের রায়পুরে দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় বেপরোয়া চাঁদাবাজচক্র

 

স্টাফ রিপোর্টার: জনযুদ্ধ নামে দাবিকৃত চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় চাঁদাবাজচক্র প্রকাশ্যে দিবালোকে দুটি পরিবারের সদস্যদের প্রতি হামলা চালিয়েছে। চাঁদাবাজচক্রের হামলায় পরিবারের পুরুষ সদস্যরা পালিয়ে প্রাণে রক্ষা পেলেও দুনারী সদস্য গুরুতর আহত হয়েছে। এ সময় স্থানীয় জনতা ক্যাম্প পুলিশে ঘটনা জানালে পুলিশের বিরুদ্ধে নীরব ভূমিকা পালন করার অভিযোগ উঠেছে। খুন, গুম ও অপহরণ করার হুমকি দেয়ায় নির্যাতিত পরিবারটি চিহ্নিত চাঁদাবাজ চক্রটির বিরুদ্ধে থানায় অভিযোগ করার সাহস পাচ্ছে না। ঘটনাটি এলাকার সর্বত্র ব্যাপক আলোচিত হয়ে উঠলেও নির্যাতিত পরিবারের সদস্যরা অজানা আতঙ্কে মুখ খুলছে না।

এলাকাবাসী সূত্রে জানা গেছে,জীবননগর উপজেলার রায়পুর বারুইপাড়ার লুৎফর রহমান,আইজ্জেল ও ইছার নিকট চাঁদাবাজচক্র সম্প্রতি মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলো। দাবিকৃত চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করায় গত রোববার বেলা ১০টার দিকে রায়পুর ইউনিয়নের মারুফদহ গ্রামের ক্ষুব্ধ চাঁদাবাজ জামাল,সারুথ ও টেংরার নেতৃত্বে ৮-১০ জন ওই পরিবারের সদস্যদের ওপর আতর্কিত হামলা চালায়। এ সময় পরিবারের পুরুষ সদস্যরা জীবননাশের আশাঙ্কায় পালিয়ে প্রাণেরক্ষা পেলেও পরিবারটির নারী সদস্যদের ওপর শারীরিক নির্যাতন চালায়। হামলাকারীদের নির্যাতনে লুৎফরের স্ত্রী মেঘলা ও আকলি গুরুতর আহত হয়েছে। এ সময় এক কিশোরীকে হামলাকারীরা টেনেহেঁচড়ে জোরপূর্বক অপহরণ করার চেষ্টা চালায় বলে জনশ্রুতি উঠেছে। সূত্র জানায়,এ সময় অনেকে রায়পুর ক্যাম্প ইনচার্জকে ঘটনা সর্ম্পকে জানালে তিনি অসহায়ত্ব প্রকাশ করেন।