স্টাফ রিপোর্টার: রাজধানীরক্যান্টনমেন্ট এলাকায় চলন্ত কালনী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকালমঙ্গলবার দুপুর দেড়টায় এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটিসিলেট থেকে ঢাকা কমলাপুর স্টেশনে আসছিলো। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।ঘটনারসত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহজাদীসুলতানা জানান, ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘন্টারচেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনে। ট্রেনের খাবার বগির রান্নার চুলা থেকে এঅগ্নিকাণ্ডের সূত্রপাত বলে দমকল বাহিনী সূত্র দাবি করেছে। আগুনে ট্রেনেরতিনটি বগি পুড়ে গেছে।ট্রেনটি সকাল ৭টা ২০ মিনিটে সিলেট থেকে ঢাকারউদ্দেশে ছেড়ে আসে। এদিকে আগুনে পুড়ে যাওয়ার ঘটনায় রেলওয়ের প্রধান প্রকৌশলীমাহবুবুল আলমকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে রেলপথমন্ত্রণালয়। কমিটিকে আগামী ৭দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।