মেহেরপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

 

মেহেরপুর অফিস:নার্সেস এ ফোর্স ফর চেঞ্জ’এ স্লোগানকে সামনে রেখে মেহেরপুর জেনারেল হাসপাতালের উদ্যোগে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুরে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। সিভিল সার্জন ডা. ইসমাইল ফারুকের নেতৃত্বে র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এসময় কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন ক্লিনিকের নার্স ও চিকিৎসকেরা র‌্যালিতে অংশগ্রহণ করেন।পরে সেখানে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. ইসমাইল ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক তাপস কুমার সরকার, আরএমও ডা. অলোক কুমার দাস, নার্স সমিতির সভাপতি হাসিনা বানু প্রমুখ।