বাংলাদেশ সফরে অনিশ্চিত ধোনি-কোহলি

 

স্টাফ রিপোর্টার: আগামীজুনে বাংলাদেশ সফরে ভারতীয় দলে নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ওসহঅধিনায়ক বিরাট কোহলির থাকা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইন্ডিয়ানপ্রিমিয়ার লিগ (আইপিএল) শেষেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশেআসার কথা ভারতীয় ক্রিকেট দলের। জুনের প্রথম দিন আইপিএল ফাইনালহওয়ার কথা। তারপর ২২ তারিখে ইংল্যান্ডে উড়ে যাওয়ার কথা ধোনিদের। এই ফাঁকেই১৫,১৭ ও ১৯ জুন অনুষ্ঠিত তিনটি একদিনের ম্যাচ খেলতে ঢাকায় আসবে ভারতীয়দল।

আসন্ন ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখেএকটানা ক্রিকেট খেলতে থাকা নিয়মিত অধিনায়ক ধোনিকে বিশ্রাম দিতে চাচ্ছেবিসিসিআইএবং অনেক ব্যস্ত সিডিউল পার করায় একটু বিশ্রাম চেয়ে ভারতীয়ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) কাছে আবেদন করেছেন বিরাট কোহলিএবংবোর্ডও সবুজ সংকেত দেয়ার কথা ভাবছে বলে সূত্রটি দাবি করেছে।তাইমুশফিকদের বিপক্ষে নতুন অধিনায়ক পেতে যাচ্ছে ‘টিম ইন্ডিয়া’। এ সিরিজেভারতীয় দলের অধিনায়ক কে হচ্ছে তা নিয়ে এরই মধ্যে জল্পনা তৈরি হয়েছে। অবশ্যরোহিত শর্মা ও রবিচন্দন অশ্বিনের সম্ভাবনা বেশি বলে জানা যায়।