মাথাভাঙ্গা মনিটর: নাইজেরিয়ার মুসলিম জঙ্গি গোষ্ঠী বোকো হারাম নতুনএকটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটি গত মাসে অপহৃত প্রায় ১৩০ স্কুলছাত্রীরবলে জানিয়েছে তারা।বোকো হারামের নেতা বলেছেন, বন্দি জঙ্গিরা মুক্তি না পাওয়া পর্যন্ত এ ছাত্রীদেরকে আটকে রাখা হবে। অপহৃতদেরকেইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হয়েছে বলে জানান তিনি। গতকালসোমবার প্রকাশিত ১৭মিনিটের ভিডিওতে তিন ছাত্রীকে পুরোদস্তুর হিজাব পরে কথা বলতে দেখা যায়। তাদের দুজনখ্রিস্টান থেকে মুসলিম ধর্মে দিক্ষীত হয়েছে বলে জানায়। অপরজন জানায় সেমুসলিম।ইসলামধর্মে দিক্ষীত করে এ ছাত্রীদেরকে প্রকারান্তরে মুক্তিই দেয়াহয়েছে বলে ভিডিওতে মন্তব্য করেন বোকো হারাম নেতা আবু বকর শেকাউ।অপহৃতছাত্রীদের বেশির ভাগই খ্রিস্টান বলে ধারণা করা হয়। তবে তাদের মধ্যে অনেকে মুসলমানওআছে।গত ১৪ এপ্রিল নাইজেরিয়ারউত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যের একটি স্কুলে হামলা চালায় পশ্চিমা শিক্ষার বিরোধীবোকো হারাম জঙ্গিরা।হামলার পর ৫০ জন পালিয়ে আসতে পারলেও ২০০ শতাধিকছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় বোকো হারাম। এর পর কয়েক ধাপে আরো কিছু ছাত্রীকে অপহরণকরে তারা।