দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুণ্ডি গ্রামে চাঁদা না দেয়ায় এক বিএনপি নেতার বাড়িতে বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। তবে, বোমার আঘাতে কেউ হতাহত হয়নি।
দৌলতপুর থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, গত রোববার রাত সাড়ে ৩টার দিকে দৌলতপুর উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক বিসিআইসি’র সার ডিলার মহসীন আলীর খলিশাকুণ্ডি বাজার সংলগ্ন বাড়িতে সন্ত্রাসীরা পরপর দুটি শক্তিশালী বোমা ছুড়ে মারে। বোমার আঘাতে ঘরের টিন উড়ে যায়। তবে, কেউ হতাহত হয়নি। এ ব্যাপারে মহসীন আলী দৌলতপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বিএনপি নেতা মহসীন আলী জানান, গত সপ্তায় রাজু ও ইমরান পরিচয়ে দুজন তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেছিলো। তারই জের ধরে এ বোমা হামলার ঘটনা ঘটেছে বলে তিনি জানান। দৌলতপুর থানার ওসি এনামুল হক জানান, কী উদ্দেশে কারা এ বোমা হামলা চালিয়েছে তদন্ত করে দেখা হচ্ছে।