জাতীয় পার্টি বিএনপির স্থান দখল করবে : এরশাদ

 

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, খুব শিগগিরই জাতীয় পার্টি বিএনপির জায়গা দখল করবে। বিএনপির কোনো রাজনীতিনেই। তাদের কোনো ভবিষ্যৎ নেই। জাতীয় পার্টি উইল রিপ্লেস বিএনপি ভেরি সুন। গতকালসোমবারবনানীস্থ কার্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ রব) কেন্দ্রীয় সভাপতি-সাধারণসম্পাদকসহ নেতৃবৃন্দের জাতীয় ছাত্র সমাজে যোগদান অনুষ্ঠানে তিনি এ কথাবলেন।সরকারের ছত্রছায়ায় এখন গডফাদারদের সৃষ্টি হচ্ছে এমন মন্তব্য করেএরশাদ বলেন, নূর হোসেন কাদের তৈরি তা সবাই জানে। নূর হোসেনের অস্ত্র ও মাদকউদ্ধার করলো আইন-শৃঙ্খলা বাহিনী। নূর হোসেনের ট্রাকস্ট্যান্ড থেকে যেমাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে এসব মাদক কী পুলিশের অজান্তে এসেছে?তিনিআক্ষেপ করে বলেন, এতোদিন হলো নূর হোসেন গ্রেফতার হলো না। সরকার সন্ত্রাসদমনে ব্যর্থ।সাবেক রাষ্ট্রপতি বলেন, যারা আমাকে স্বৈরশাসক বলে, তাদেরকাছে জানতে চাই, আমি স্বৈরশাসকের কী কাজ করেছি?আমি সারাদেশে উন্নয়নেরবিপ্লব ঘটিয়েছি।