জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার গোয়ালপাড়ার জুলহাস উদ্দিন (২৮) নিখোঁজ হয়েছেন। গত দু মাস ধরে তার কোনো হদিস মিলছেনা। ক্ষমতাসীন দলের কতিপয় নেতার হুমকির পর সে নিখোঁজ হয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের জাইদুল ইসলামের ছেলে নিখোঁজ জুলহাসের স্ত্রী শাবানা খাতুন অভিযোগ করে বলেন, গ্রামের ক্ষমতাসীন দলের কতিপয় নেতার হুমকির মুখে গত ১২ মার্চ জুলহাস ৫০ হাজার টাকা নিয়ে বাইসাইকেলযোগে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় তার পরিবার দিশেহারা হয়ে পড়েছে।