২০১৫ সালে শতবর্ষে পা দিচ্ছে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

বর্ণাঢ্য আয়োজনের তাগিদ দিলেন জেলা প্রশাসক

 

স্টাফ রিপোর্টার: আগামী ২০১৫ সালে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শতবর্ষে পদার্পণ করছে। বিদ্যালয়টি ১০০ বছরে পা রাখলেও প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন এ নিয়ে কোনো উদ্যোগে আগ্রহ প্রকাশ না করায় বিদ্যালয়ের সভাপতি ও জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

গতকাল রোববার সকালে চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের রজতজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন প্রধান অতিথি ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মূলমঞ্চে আলোচনা চলাকালে স্থানীয় একজন সিনিয়র সাংবাদিক চিরকুট লিখে সরকারি বালিকা বিদ্যালয়ের শতবর্ষে পদার্পণের বিষয়টি জেলা প্রশাসককে অবগত করান এবং সভাপতি হিসেবে তার পরিকল্পনা জানতে চান। জেলা প্রশাসক ওই অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন,‘সরকারি বালিকা বিদ্যালয়ের শতবর্ষে পদার্পণ বিষয়ে প্রধান শিক্ষকের মন্তব্যে আমি ক্ষুব্ধ, অসন্তুষ্ট। প্রধান শিক্ষক বলেছেন, বিদ্যালয়ের ছাত্রীরা উদ্যোগ নিলে অনুষ্ঠান হবে। যেখানে ঝিনুক বিদ্যালয় বিদ্যালয় ২৫ বছর উপলক্ষে এতো বড় অনুষ্ঠান করতে পারে, সেখানে ১০০ বছর নিয়ে আরো বড় অনুষ্ঠান হওয়ার কথা। অথচ, প্রধান শিক্ষকের অনীহার কারণ বুঝতে পারলাম না। অনুষ্ঠানের উদ্যোগ বিদ্যালয়ের প্রধান শিক্ষককেই নিতে হবে এবং সভাপতি হিসেবে জেলা প্রশাসক সার্বিক সহযোগিতা করবেন। ’

জেলা প্রশাসকের এ বক্তব্য শোনার পর অনুষ্ঠানস্থলে উপস্থিত সরকারি বালিকা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীরাও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তাদের অনেকেই এ প্রতিবেদকের কাছে বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক যদি উদ্যোগ গ্রহণে ব্যর্থ হন, তাহলে প্রাক্তন ছাত্রী হিসেবে তারা প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবেন।